বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী, ২০১১

বিখ্যাতদের মজার কাহিনী (অস্কার ওয়াইল্ড)



বিখ্যাতদের মজার কাহিনী (অস্কার ওয়াইল্ড)


undefined
ভিক্টোরিয়ান যুগের অন্যতম সেরা আইরিশ নাট্যকার,কবি এবং লেখক অস্কার ওয়াইল্ড।জন্ম ১৮৫৪ সালের ১৬ অক্টোবর আয়ারল্যান্ডের ডাবলিনে,মৃত্যু নভেম্বর ৩০,১৯০০ফ্রান্সের প্যারিসে।

কিছু তথ্য-

১।সমগ্র জীবনে তিনি নয়টি নাটক রচনা করেছিলেন।
২।জীবদ্দশায় একটিমাত্র উপন্যাস লেখেন তিনি-'দ্য পিকচার অব ডরিয়ান গ্রে' যা ১৮৯১ সালে প্রকাশিত হয়।
৩।ওয়াইল্ডের মা ছিলেন কবি,বাবা ছিলেন শল্যবিদ।
জীবনচরিত

দ্য পিকচার অব ডরিয়ান গ্রে ডাউনলোড লিংক


[জানি না ঘটনাগুলো সত্য কীনা।তবু দিলাম।এগুলো নেওয়া হয়েছে 'সেরা জোকস' নামক একটি বই থেকে]


(১)
উনিশ শতকের শেষদিকে অস্কার ওয়াইল্ড জাহাজে করে আমেরিকা বেড়াতে যান।সেখানে শুল্ক বিভাগের কর্মচারীরা তাকে প্রশ্ন করলেন-'আপনার সাথে তেমন কোন নিষিদ্ধ জিনিস আছে কীনা যা এদেশে পাওয়া যায় না?'তিনি তখন মুচকি হেসে নিজের মাথার দিকে আঙ্গুল দেখিয়ে বললেন-'হ্যাঁ,তেমন একটি জিনিসই আমি এনেছি,আমার মগজ বা প্রতিভা।'

(২)

ইংল্যান্ডের রাজকবি লর্ড টেনিসনের মৃত্যুর পর উক্ত পদ অভিলাষী কবি লুইস মরিস(১৮৩৩-১৯০৭) ভেবেছিলেন তিনিই তা হচ্ছেন।কিন্তু কেউ তা নিয়ে কিছু না বলায় তিনি এক ভোজসভায় অস্কার ওয়াইল্ডকে বললেন-'বুঝলে ওরা সবাই চুপচাপ থেকে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চালাচ্ছে।এই নীরবতা অসহ্য!কী করি বল তো?'ওয়াইল্ড মৃদু হেসে বললেন-'আপনিও ঐ নীরবতায় যোগ দিন না!'

(৩)

অক্সফোর্ডে এক পরীক্ষায় পরীক্ষক ওয়াইল্ডকে গ্রীক ভাষায় লেখা 'নিউ টেস্টামেন্ট'এর 'প্যাশন' অংশের কয়েক লাইন অনুবাদ করতে বললেন।ওয়াইল্ড পরম আগ্রহে যখন লাইন দশেক নির্ভুল অনুবাদ করে ফেলেছেন,তখন পরীক্ষক সন্তুষ্ট হয়ে বললেন-'ঠিক আছে,আর করতে হবে না।'
কিন্তু ওয়াইল্ড কিছুই শুনছিলেন না।দেখে গেল তিনি অনুবাদ করেই চলেছেন।এক পৃষ্ঠা অনুবাদ করে ফেলার পর পরীক্ষক বললেন-'আরে থামো তো,অন্যরা বাকিটা করবে!'তখন তিনি বললেন-'প্লীজ গোটা অংশটাই আমাকে অনুবাদ করতে দিন।কারণ গল্পটা পুরো জানার জন্য আমার ভারী কৌতুহল হচ্ছে।বাকিটার জন্য আপনাকে নম্বর দিতে হবে না!'

(৪)

একটা নাটক লেখায় মগ্ন থাকার সময় অস্কার ওয়াইল্ডের কানে ভেসে আসে তার বাবুর্চি আর ভৃত্যের কথোপকথন:
ভৃত্য-স্যার কি কোনো কাজ করছেন?
বাবুর্চি-আরে না,না।শুধু একটা কাগজে কী যেন লিখছেন!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন