শনিবার, ২২ জানুয়ারী, ২০১১

পৃথিবীতে ফরাসিরাই সবচেয়ে নিরাশাবাদী

পৃথিবীতে ফরাসিরাই সবচেয়ে নিরাশাবাদী
লন্ডন, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পৃথিবীতে সবচেয়ে নিরাশাবাদী ফরাসিরা। নতুন এক জরিপে এ তথ্য বেরিয়ে এসেছে।

নতুন বছর কেমন যাবে, এ বিষয়টিকে কেন্দ্র করে পরিচালিত জরিপে ফরাসিদের এই নিরাশাবাদী চরিত্র প্রকাশ পায়।

বিভিএ-গ্যালপ পরিচালিত এই জরিপে সংশয়বাদীতায় ফরাসিরা বিশ্ব চাম্পিয়ন হিসেবে চিহ্নিত হয়েছে।

বিশ্বের ৫৩টি দেশের ৬৩ হাজারেরও বেশি মানুষের ওপর পরিচালিত এ জরিপে ৬১ শতাংশ ফরাসি নাগরিক নতুন বছর অর্থনৈতিক সংকটের বছর হবে বলে মত প্রকাশ করেছে।

ব্রিটিশদের ক্ষেত্রে এই সংখ্যা ৫২ শতাংশ, স্পেনিয়দের ক্ষেত্রে ৪৮ শতাংশ ও ৪১ শতাংশ ইতালীয় নতুন বছরকে অর্থনৈতিকভাবে নিরাশার বছর হিসেবে চিহ্নিত করে।

জরিপে দেখা যায়, ৬৭ শতাংশ ফরাসী আগামী বরো মাসে বেকারত্ব বৃদ্ধি পাবে বলে মত প্রকাশ করেছে। ৭৪ শতাংশ ব্রিটিশ একই মত প্রকাশ করেছে।

এক্ষেত্রে পাকিস্তান দ্বিতীয়। ৭২ শতাংশ পাকিস্তানি বেকারত্ব বৃদ্ধি পাবে বলে আশংকা প্রকাশ করেছে।

ব্রিটেনের ডেইলি মেইল পত্রিকায় এতথ্য প্রকাশ করেছে। টাইমস অব ইন্ডিয়া একথা জানায়।

জরিপে দেখা গেছে, উন্নয়নশীল বিশ্বের নাগরিকরা সবচেয়ে আশাবাদী।

সবচেয়ে আশাবাদী জাতি হিসেবে উঠে এসেছে ভিয়েতনামীরা। ৭০ শতাংশ ভিয়েতনামী নতুন বছরকে অর্থনৈতিকভাবে আশার বছর বলে বর্ণনা করে ।

একই ধারায় ব্রাজিল, ভারত ও চীনের নাগরিকরাও আশাবাদী প্রমাণিত হয়েছে। দেশগুলোর ৪৯ শতাংশ নাগরিক ২০১১ সাল অর্থনৈতিক সমৃদ্ধির বছর হবে বলে আশা প্রকাশ করেছে।

এই দেশগুলোর মাত্র ১৪ শতাংশ নাগরিক নতুন বছর কঠিন হবে বলে মত প্রকাশ করেছে।

গত বছরের ১১ অক্টোবর থেকে ১৩ ডিসেম্বর র্পর্যন্ত পরিচালিত এ জরিপ মুখোমুখি সাক্ষাৎকার, টেলিফোন ও অনলাইনে সাক্ষাৎকারের মাধ্যমে পরিচালনা করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলীকউ/১৮০১ঘ.

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন